Home রাজ্য উত্তরবঙ্গ মাকে খুনের অভিযোগে ছেলে গ্রেপ্তার

মাকে খুনের অভিযোগে ছেলে গ্রেপ্তার

রাজগঞ্জ, ২২ আগস্ট: মাকে খুনের অভিযোগে গ্রেপ্তার সৎ ছেলে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আমবাড়ি ফাঁড়ির পুলিশ। ধৃতের নাম সঞ্জীব বর্মন ( ১৯ ) ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের জলডুমুর পাড়ায় জ্যোতিষ বর্মনের প্রথম স্ত্রী কয়েক বছর আগে বড় ও মেজো ছেলেকে রেখে ছোট ছেলেকে নিয়ে অন্যজনের সঙ্গে ঘর বাঁধেন। পরবর্তীতে জ্যোতিষ বর্মন দ্বিতীয় বিয়ে করেন। দুই ছেলে সহ দ্বিতীয় স্ত্রী অনিতা বর্মনকে নিয়ে কাজ করে তাদের সংসার চলছিল। গত ১৪ আগস্ট সকালে শোবার ঘর থেকে দ্বিতীয় স্ত্রী অনিতা বর্মনের ( ৩৫ ) মৃতদেহ উদ্ধার হয়। কিন্তু তাকে খুন করা হয়েছে বলে আত্মীয় ও এলাকার বাসিন্দাদের সন্দেহ হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে আমবাড়ি ফাঁড়ির পুলিশ।
ফাঁড়ির ওসি সজল রায় বলেন, এক মহিলাকে খুনের অভিযোগে তার সৎ ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত তার মাকে খুন করেছে বলে স্বীকার করে। ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।