রাজগঞ্জ, ২০ মার্চ: এক মহিলা পুলিশ কর্মীকে রাস্তা থেকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে বাইক আরোহী এক যুবক। স্থানীয়রা ওই যুবককে উত্তম-মধ্যম দিয়ে আমবাড়ি ফাঁড়ির পুলিশের হাতে তুলে দিয়েছেন। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের বন্ধুনগর এলাকায়।
ওই যুবতীর পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে শিলিগুড়ির প্রধাননগর থানায় ডিউটিতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়ক দিয়ে হেঁটে বন্ধুনগর বাস স্টপেজে যাচ্ছিলেন। ওই সময় বাইক আরোহী এক যুবক ওই যুবতীর পথ আটকে দাঁড়ায় এবং তাকে উত্যক্ত করতে থাকে। জোর করে বাইকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে ওই যুবতী বিষয়টি ফোনে তার ভাইকে জানাই। ইতিমধ্যে প্রচুর লোক জমায়েত হয়ে যায়। যুবককে উত্তম-মধ্যম দেওয়া শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আমবাড়ি ফাঁড়ির পুলিশ। যুবককে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। পুলিশ জানিয়েছে, এক যুবককে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।