রাজগঞ্জ, ১৪ আগস্ট: এক মহিলার রহস্যজনক মৃতদেহ উদ্ধার হয়। রাজগঞ্জের আমবাড়ি পুলিশ ফাঁড়ির অন্তর্গত জলডুমুর পাড়ার ঘটনা। শনিবার সকালে তার ঘর থেকে মৃতদেহ উদ্ধার হয়। মৃতের নাম অনিতা বর্মন ( ৩৫ )। মৃত্যুর রাতে পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না। ওই মহিলাকে খুন করা হয়েছে বলে আত্মীয় ও প্রতিবেশীদের সন্দেহ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জলডুমুর পাড়ার জ্যোতিষ বর্মনের দ্বিতীয় স্ত্রী অনিতা বর্মন। প্রথম স্ত্রী অন্য জনের সঙ্গে ঘর বাধলেও আগের স্বামীর বাড়িতে মাঝেমধ্যে আসতেন। একারণে পরিবারে অশান্তি ছিল। শুক্রবার রাতে অনিতাদেবী খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন। সকালে ঘর থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয় পঞ্চায়েত সদস্য মামনি রায় বলেন, অনিতাকে খুন করা হয়েছে বলে সন্দেহ হচ্ছে। তাই পুলিশের কাছে গুরুত্বসহকারে তদন্ত করার দাবি জানাই।
আমবাড়ি ফাঁড়ির পুলিশ জানিয়েছে, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে।