এইচ. এন. ডেস্ক, ২৩ নভেম্বর: সব জল্পনার অবসান ঘটিয়ে মহারাষ্ট্রে সরকার গড়ল বিজেপি। অজিত পাওয়ারের সমর্থন নিয়ে শনিবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন দেবেন্দ্র ফড়নবিশ। উপ মুখ্যমন্ত্রীর পদ পেয়েছেন অজিত। গতকাল প্রায় নিশ্চিত ছিল কংগ্রেস ও এনসিপি-র সহায়তায় আবার মহারাষ্ট্রে গড়তে চলেছে ঠাকরে পরিবার। উদ্ধব ঠাকরের মুখ্যমন্ত্রী হওয়ার কথা প্রায় পাকা। কিন্তু রাতের মধ্যেই সব চুরমার করে দিয়ে সরকার গড়ল বিজেপি। এতে মহারাষ্ট্রের মানুষের সঙ্গে প্রতারণা করা হল বলে মনে করছে শিবসেনা।