শিলিগুড়ি, ৩ মার্চ: ফের মহানন্দা নদীতে ভেসে উঠল প্রচুর পরিমানে মরা মাছ। সেই মাছ ধরতে স্থানীয় ও আশেপাশের মানুষ ঝাঁপিয়ে পড়ল নদীতে। মঙ্গলবার দুপুরে এমনই ঘটনা দেখা গেল মহনন্দা নদীর লালমোহন নিরঞ্জন ঘাটের প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে। পলিউশান কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়। মহানন্দা নদীতে দূষনের মাত্রা প্রচুর। প্রতি মাসে নমুনা সংগ্রহ করে দেখা গেছে এই নদীর দূষন মারাত্মক। এদিনে বিষকৃয়ায় মাছের মৃত্যু হলে সেই মাছ সাধারণ মানুষ খেলে তা থেকে নানা রকম রোগের আশঙ্কার কথা জানান পরিবেশবীদরা অথচ এই মাছ ভেসে ওঠার পর কোনো প্রশাসনিক আধিকারিককে মানুষকে সতর্ক করতে দেখা যায় নি। এই বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছন পরিবেশবিদরাও।
সম্প্রতি মহানন্দা নদীতে মরা মাছ ভেসে উঠেছিল। সে সময়ই প্রমাণিত হয়ে গিয়েছিল মহানন্দা নদীর দূষন কতটা ভয়াবহ। তার পরও মহানন্দা নদীর পার থেকে খাটাল উচ্ছেদ করতে পারে নি প্রশাসন। নিত্যদিন নদীতে বজ্র নিক্ষেপ করা সাধারন মানুষের অভ্যেসে পরিণত হয়ে গিয়েছে। মহানন্দা নদী সংস্কারের অভাবে একটু একটু করে নর্দমায় পরিণত হয়ে গিয়েছে। নদী তার খরস্রোত হারিয়ে ফেলেছে। গবাদী পশুর অবাধ বিচরন ক্ষেত্রে পরিণত হয়েছে নদীগর্ভ। হুশ নেই প্রশাসনের। নদীর জল ক্রমশ দুষিত হয়ে পড়েছে। ফলস্বরূপ মাঝে মধ্যেই নদীতে মরা মাছ ভেসে উঠছে। মঙ্গলবারও ফের একবার মরা মাছ ভেসে উঠল মহানন্দা নদীতে।