Home Trending Now মনে ভয় নিয়ে গভীর রাতে শিলিগুড়ি ছাড়ে ওরা

মনে ভয় নিয়ে গভীর রাতে শিলিগুড়ি ছাড়ে ওরা

বিধাননগর, ২৯ এপ্রিল: পকেটের জমানো টাকা শেষ। কাজ নেই। তাই মালিকও আর দায়িত্ব নিচ্ছে না। এমন অবস্থায় লকডাউনে একমাস আটকে থাকার পর অবশেষে বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় তিন যুবক। বাঁকুড়ার ওন্দা ব্লকের ওই তিন যুবক রাখাল মন্ডল, ভৈরব দে এবং তাদের এক বন্ধু শিলিগুড়িতে এসেছিলেন কাজের খোঁজে। এখানে তারা এক মালিকের অধীনে সেলসম্যানের কাজ করতেন। তারা কমিশনভিত্তিক মজুরি পেতেন। কিন্তু হঠাৎ লকডাউন ঘোষনা হওয়ায় তাদের আর বাড়িতে ফেরা হয়নি। এদিকে জমানো টাকাও শেষ। অবশেষে নিরুপায় হয়ে মঙ্গলবার গভীর রাতে তাঁরা শিলিগুড়ি ছাড়ে।
পায়ে হেঁটেই বেরিয়ে পড়ে বাঁকুড়ার উদ্দেশ্যে। বুধবার সকালে তারা যখন বিধাননগরে পৌঁছায় তখন দেখা হয় সমাজকর্মী বাপন দাসের সঙ্গে। তিনি ওদের সঙ্গে কথা বলেন। এরপর শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলনেতা কাজল ঘোষ তাদের ডেকে নেন। কাজলবাবুর সহধর্মিণী মধুছন্দা ঘোষ পেট ভরে খাওয়ান। এরপর তাদের হাতে কিছু শুকনো খাবার তুলে দেন। কাজলবাবুর ভাই সজল ঘোষ ওদের হাতে কিছু টাকা তুলে দেন। ক্ষুধার্ত তিন যুবক পেট ভরে খেতে পেয়ে এবং কিছু অর্থ সাহায্য পেয়ে তাঁরা ঘোষ পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কিন্তু ওদের গন্তব্য যে বাঁকুড়া। বাড়ি ফেরার তাগিদ যেন ওদের চোখে মুখে।তাই অদম্য মনের জোর নিয়ে পুনরায় ওরা জাতীয় সড়ক ধরে হাঁটা পথে রওনা দেয় বাঁকুড়ায় নিজ বাড়ির উদ্দেশ্যে। কবে পৌঁছাবে ওরা তা জানে না।

◆তথ্য সংগ্রহে:-অনিমেষ সরকার।
◆ক্যামেরায়:-শান্তিগোপাল।