ভ্রমনে গিয়ে ভিসা হারিয়ে বিপাকে দুই পর্যটক

শিলিগুড়ি, ২৮ আগস্ট: বাংলাদেশ থেকে ভারতের শিলিগুড়িতে এসে পাসপোর্ট হারিয়ে বিপাকে পড়েছেন দুই বাংলাদেশি নাগরিক। তারা আশ্রয় নিয়েছেন ফুলবাড়িতে তার এক আত্মীয়ের বাড়িতে। বাংলাদেশের পঞ্চগড় জেলার বোদা থানার শালবাড়ি গ্রামে তাদের বাড়ি। তারা দেশে কিভাবে ফিরবেন সেই চিন্তায় করেছেন। শনিবার বিষয়টি জানিয়ে শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন।
বাংলাদেশের নাগরিক রুহুল আমিন বলেন, শুক্রবার তার ছেলে সাইদুর রহমানকে চ্যাংড়াবান্ধা সীমান্ত চেকপোস্ট দিয়ে এদেশে আসেন। শনিবার দুজনেই শিলিগুড়িতে ঘুরতে যান। শিলিগুড়ির ভেনাস মোড় থেকে টোটোতে জলপাই মোড়ে নামার পর খেয়াল করেন তাদের পাসপোর্ট, ভিসা, ভোটার কার্ড এবং কিছু প্রয়োজনীয় কাগজ সহ একটি ব্যাগ নেই। ততক্ষণে ওই টোটো সেখান থেকে চলে গিয়েছে। অনেক খুঁজেও তাদের নথি সহ ব্যাগের খোঁজ পাননি। এদিনই শিলিগুড়ি থানায় লিখিতভাবে জানান। অগত্যা তারা ফুলবাড়ির পশ্চিম ধনতলায় এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন। তারা বলেন, শিলিগুড়ি শহর ও পার্শ্ববর্তী ঘুরবেন বলে ভ্রমণ ভিসা নিয়ে এদেশে এসেছেন। কিন্তু কিছু দেখার আগেই বিপদে পড়ে গেলেন। নিজের দেশে কিভাবে ফিরবেন তা ভেবে পাচ্ছেন না।