Home Trending Now #ভ্যান চালকের লটারিতে লাগল কোটি টাকা

#ভ্যান চালকের লটারিতে লাগল কোটি টাকা

জলপাইগুড়ি, ২১ ডিসেম্বর: ভ্যান চালান। তিনি আজ কোটিপতি। লটারিতে মিলল এক কোটি টাকা। জলপাইগুড়িতে আজ তাকে নিয়েই চর্চা। নাম সুবোধ রায় বৈশ্য। বাড়ি ময়নাগুড়ি। এতদিনে ভ্যানের চাকা ঘুরিয়ে ভাগ্য ঘোরাতে পারেননি। এবার তার ভাগ্যের চাকা ঘুরল। ছিলেন ভ্যান চালক, আজ কোটিপতি। ময়নাগুড়ির টেকাটুলীর বাসিন্দা এই সুবোধ রায় বৈশ্য জলপাইগুড়ি শহরে এসে ভ্যান ভাড়া নিয়ে সিমেন্টের মাল টানার কাজ করেন। অনেকের মতে তারও শখ মাঝে মধ্যে লটারির টিকিট কাটার। আর সেই লটারিই ভাগ্য ঘুরিয়ে দিল সুবোধ বাবুর। জানাগেছে, বৃহস্পতিবারও শহরে এসেছিলেন কিন্তু কাজে যাননি। জলপাইগুড়ির রেসকোর্স পাড়ার একটি লটারির দোকান থেকে দুটি টিকিট কেটেছিলেন ৬০ টাকা দিয়ে। পরে মেলাতে গিয়ে চোখ ছানাবড়া। দেখেন তার টিকিটেই লেগেছে এক কোটি টাকার পুরষ্কার। বিশ্বাস করতে পারছিলেন না। কাউকে কিছু বুঝতে না দিয়ে চুপচাপ পুলিশ লাইনে শ্বশুরবাড়িতে চলে আসেন সুবোধ বাবু। এরপর বাড়ি ফিরে শ্যালকদের বিষয়টি জানান। তারপর আজ জলপাইগুড়ি কোতোয়ালি থানায় সেই মহামূল্যবান টিকিট জমা করেন নিরাপত্তার খাতিরে। সুবোধ বাবু জানান, এক কোটি টাকার পুরস্কার পেয়ে তিনি খুব খুশি। এই টিকিটের বিক্রেতা সমীর লামা জানিয়েছেন, একজন গরীব মানুষ এক কোটি টাকার পুরস্কার পেয়েছেন বলে তিনিও খুব খুশি। আর নতুন বছরের আগে এমন পুরস্কারে খুশি সুবোধ বাবুর পরিবারও। জলপাইগুড়ি শুধু নয়, ময়নাগুড়ি সহ এই এলাকায় এখন একটাই চর্চা।