Home রাজ্য উত্তরবঙ্গ ভোরের আলোতে’ নির্মিয়মান স্টিল ব্রিজের কাজে বাধা ক্ষতিগ্রস্তদের

ভোরের আলোতে’ নির্মিয়মান স্টিল ব্রিজের কাজে বাধা ক্ষতিগ্রস্তদের

রাজগঞ্জ, ১৪ ডিসেম্বরঃ ক্ষতিপূরণ না পাওয়ায় ‘ভোরের আলোতে’ নির্মিয়মান স্টিল ব্রিজের কাজে বাধা ক্ষতিগ্রস্তদের। শুক্রবার থেকে সেতুর কাজে মাটি ভরাট আটকে র‍য়েছে। চুক্তি মতো ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত মাটি ভরাট করতে দেওয়া হবেনা বলে ভূমি ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।
গজলডোবায় পর্যটন কেন্দ্র ‘ভোরের আলোতে ‘  স্টিলের সেতু তৈরি করা হচ্ছে। ‘ভোরের আলোর’ পাশ দিয়ে বয়ে চলা তিস্তা ক্যানেলের উপরে এই সেতু তৈরি করা হচ্ছে। সেতুটি তৈরি করতে বরাদ্দ হয়েছে প্রায় ৮০ কোটি টাকা। সেতু তৈরি করতে ১৪ টি পরিবারের জমি ক্ষতিগ্রস্ত হয়। তাঁদের জন্য সরকারের পক্ষ থেকে বাড়ি করার জমি, জমির পাট্টা এবং নগদ অর্থও দেওয়া হয়েছে। কিন্তু ওই পরিবারগুলির অভিযোগ, সেতু তৈরি করার জন্য ক্ষতিপূরণ দেওয়ার যে চুক্তি হয়েছিল সেই অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হয়নি। পরিবারগুলিকে বাড়ি করার জন্য সমপরিমান জমি দেওয়া হয়নি। যে জমি দেওয়ার জন্য চিহ্নিত করা হয়েছে তাও নির্দিষ্টভাবে বন্টন করেনি। তাই চুক্তি অনুযায়ী ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত সেতুর কাজে মাটি ভরাট করতে দেওয়া হবেনা। এব্যাপারে পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেন, ওই পরিবারগুলির জন্য অনেক কিছু দেওয়া হয়েছে। তার পরেও সেতুর কাজে সমস্যা করলে গুড়িয়ে দেওয়া হবে। যারা বাধা দেবে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।