দিনহাটা, ২৪ জুলাই: ভোট পর্ব শেষ হয়ে গেলেও এখনো খোলেনি স্কুল। ১৮ দিন থেকে স্কুল বন্ধ রয়েছে। ফলে সমস্যায় পড়েছে ছাত্রছাত্রীরা। অবিলম্বে স্কুল খোলার দাবিতে আজ দিনহাটা কোচবিহার রাজ্য সড়ক অবরোধ করে ভেটাগুড়ি লালবাহাদুর শাস্ত্রী বিদ্যাপিঠের পড়ুয়ারা। স্কুলের সামনেই দীর্ঘক্ষণ পথ অবরোধ করে।
পঞ্চায়েত নির্বাচনের জন্য ভোট গ্রহণ কেন্দ্র ও কেন্দ্রীয় বাহিনী থাকার বন্দোবস্ত করা হয় ভেটাগুড়ির লাল বাহাদুর শাস্ত্রী বিদ্যাপিঠে। ফলে গত ৬ জুলাই থেকে স্কুলটি নির্বাচনের কাজে ব্যবহার করা হয়। গত ৮ জুলাই ভোট হয়ে গেলেও স্কুলে রয়ে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। ফলে বন্ধ রয়েছে স্কুলটি। আজ স্কুল খোলার দাবিতে ছাত্র-ছাত্রীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখালে বন্ধ হয়ে যায় যান চলাচল। সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রী থেকে শুরু করে গাড়ি চালকদের।
পড়ুয়াদের অভিযোগ, স্কুল বন্ধ থাকায় পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু প্রশাসনের কোনও হেলদোল নেই। সামনেই মাধ্যমিক পরীক্ষা। এখনো পর্যন্ত পরীক্ষার সিলেবাস জানানো হয়নি। আজ ক্ষুব্ধ ছাত্র-ছাত্রীদের সঙ্গে অভিভাবকরাও পথ অবরোধে শামিল হন।
এব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক সুশান্ত কুমার রায় বলেন, পুলিশ এবং প্রশাসনকে বিষয়টি জানিয়েছেন। কেন্দ্রীয় বাহিনী কবে স্কুল ছাড়বে সেটা পুলিশ ও প্রশাসন সঠিক ভাবে জানাতে পারেনি। যার জন্য স্কুল বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে পঠনপাঠন। তিনি আরো বলেন, স্কুল বন্ধের নির্দেশ পেয়েছিলাম কিন্তু স্কুল খোলার এখনো কোনো নির্দেশ আমাদের হাতে এসে পৌঁছায়নি। নির্দেশ পেলেই আমরা স্কুল খুলে দিবো। এরপর প্রায় এক ঘন্টা পথ অবরোধের পর দিনহাটা থানার পুলিশ ও প্রশাসনের আশ্বাসে অবরোধ উঠে যায়।