জলপাইগুড়ি, ৫ জুলাই: বাবার হয়ে ভোটের প্রচার করতে লন্ডন থেকে গ্রামের বাড়িতে এলেন আদিবাসী কন্যা। জলপাইগুড়ি জেলা পরিষদের ডুয়ার্সের ২৪ নম্বর আসলে তৃণমূলের প্রার্থী হয়েছেন গণেশ এক্কা। তিনি জলপাইগুড়ি জেলা পরিষদের বিদায়ী সদস্য। বাবার হয়ে প্রচার করতে লন্ডন থেকে বাড়িতে এলেন গীতিকা এক্কা।
জানা গিয়েছে, দুই বছর আগে লন্ডনের ব্রুনেল বিশ্ববিদ্যালয়ে হিউম্যান রিসোর্স অ্যান্ড এমপ্লয়মেন্ট রিলেশনের ওপর এমএসসি করার সুযোগ পেয়ে সেখানে যান। সম্প্রতি তাঁর কোর্স শেষ হয়েছে। তবে সেদেশেই কাজ পেয়ে গিয়েছেন। কর্মস্থল থেকে ছুটি নিয়ে পঞ্চায়েত নির্বাচনে বাবার হয়ে প্রচার করতে এসেছেন।
গীতিকা বলেন, বাবার পাশে থাকার জন্যই এসেছি। মাস খানেক পর ফিরে যাব।