ভোট প্রচারের রণকৌশল ঠিক করতে সোমবার কলকাতায় তৃণমূলের একান্ত বৈঠক

এইচ.এন. ডেস্ক, ২৯ ফেব্রুয়ারি: সামনে পুরভোট। পরের বছর বিধানসভার লড়াই। রণকৌশল ঠিক করতে সোমবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের রাজ্যের বিভিন্ন স্তরের নেতৃত্বকে বৈঠকে ডেকেছেন মুখ্যমন্ত্রী। তোড়জোড় শুরু হয়েছে দলের নেতৃত্বদের মধ্যে। সূত্রের খবর ওই সভা দলের রুদ্ধদ্বার বৈঠক। ওই বৈঠকে দলের পক্ষ থেকে দেওয়া ডিজিটাল পরিচয় পত্র না থাকলে ঢুকতে দেওয়া হবে না। ১০টি ভাগে কাজ করতে হবে। দায়িত্বপ্রাপ্ত তৃণমূল কর্মীদের সংশ্লিষ্ট এলাকায় তৃণমূল কী কাজ করছে, তার খতিয়ান মানুষের কাছে তুলে ধরতে হবে। দিদিকে বলো’ কর্মসূচি প্রায় ৯ হাজার গ্রামে চলেছে। প্রায় ৭ হাজার গ্রামে রাত্রিবাস করেছে তৃণমূল নেতৃত্ব। সড়ক,স্বাস্থ্য, আইন-শৃঙ্খলা, শিক্ষা ইত্যাদি সমস্যা এসেছে ‘দিদিকে বলো’তে।
সামনে পুরভোট। পরের বছর বিধানসভার লড়াই। লোকসভা ভোটের পর মমতা বন্দ্যোপাধ্যায়কে ফিরিয়ে আনার দায়িত্ব নিয়েছে প্রশান্ত কিশোর। দ্বিতীয় দফার প্রচার হতে চলেছে আরও বৃহদাকারে।