Home রাজ্য উত্তরবঙ্গ ভোট কেন্দ্রে সংঘর্ষে প্রার্থীর মৃত্যু, ভাঙচুর, অগ্নিসংযোগ, ভোট বন্ধ

ভোট কেন্দ্রে সংঘর্ষে প্রার্থীর মৃত্যু, ভাঙচুর, অগ্নিসংযোগ, ভোট বন্ধ

উত্তরদিনাজপুর, ৮ জুলাই: ভোট গ্রহণ কেন্দ্রে সংঘর্ষে মৃত্যু হল তৃণমূল প্রার্থীর। গুরুতর আহত বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার ২ নম্বর বিদ্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ভেবরা গ্রামের ১৯২ বুথে। মৃত তৃণমূল কংগ্রেস প্রার্থীর নাম মহম্মদ শাহেনশা। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
জানা গিয়েছে, আজ সকাল থেকে ওই বুথে ভোট ঠিক মতোই চলছিল। তৃনমুল প্রার্থী মহম্মদ শাহেনশা বুথে পৌছাতেই কংগ্রেস কর্মীদের সাথে গন্ডগোলে জড়িয়ে পরে। কংগ্রেস ও তৃনমুলের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সেসময় ধারালো আস্ত্রের আঘাতে গুরুতর আহত হয় মহম্মদ শাহেনশা। রক্তাক্ত অবস্থায় মাটিতে পরে। তাকে কিষানগঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

অন্যদিকে, ইসলামপুরের জগতাগাও হাইস্কুল বুথে ব্যাপক গন্ডগোল হয়। তৃণমূল ও নির্দল সমর্থকদের সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়ায়। ব্যালট পেপার সহ অন্যান্য সামগ্রী পুড়িয়ে দেওয়ার অভিযোগ। ভেঙে ফেলা হয়েছে সিসিটিভি ক্যামেরা। সংঘর্ষে আহত হয়েছে বেশ কয়েকজন। বন্ধ হয়ে যায় ভোট প্রক্রিয়া।

একইভাবে গন্ডগোলের সৃষ্টি হয় ইসলামপুরের আগডিমটি খন্তি অঞ্চলের ডিঘলবস্তি ১০১ নম্বর বুথে। অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের দিকে। ঘটনার পর
পুলিশ এসে আসপাশের বাড়ি ভাঙচুড় করে এবং ব্যালট বাক্স সিল না করেই নিয়ে চলে যায় বলে অভিযোগ।

এছাড়া একই জেলার রামগঞ্জ ২ গ্রাম পঞ্চায়েতের বহড়ণগছ ৩ এবং ৪ নং বুথ দখলকে কেন্দ্র করে তৃনমূল এবং নির্দল প্রার্থীর মধ্যে বচসা হয়। ব্যালট বাক্স ফেলে দেওয়া হলো পুকুরে। অভিযোগ একে অপরের বিরুদ্ধে।