Home রাজ্য উত্তরবঙ্গ ভোটের আগে অন্য দলে যোগ দিলেন প্রার্থী

ভোটের আগে অন্য দলে যোগ দিলেন প্রার্থী

কোচবিহার, ২৮ জুন: এবার পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিলেন। আজ সেই বিজেপি প্রার্থী যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। হাতেগোনা কয়েকদিন বাদেই ভোট। তার আগে কোচবিহারের সিতাই ব্লকে এই দল বদলের ঘটনায় এলাকায় শোরগোল পুড়ে গিয়েছে।

জানা গিয়েছে, সিতাই ( Sitai ) বিধানসভার বড় আটিয়াবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ২৩০ নম্বর বুথে বিজেপির পঞ্চায়েত প্রার্থী হয়েছিলেন রানা দেব। আজ তৃণমূল কংগ্রেসের বড় আটিয়াবাড়ি ২ নম্বর অঞ্চল কার্যালয়ে এসে তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের অঞ্চল সভাপতি আব্দুল মান্নান, অঞ্চল চেয়ারম্যান রফিক হোসেন সহ দলের স্থানীয় নেতারা। তবে এব্যাপারে বিজেপির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।