Home বিদেশ-প্রবাস ভেঙে পড়া বিমানের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৩ কোটি টাকা

ভেঙে পড়া বিমানের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৩ কোটি টাকা

এইচ.এন.ডেস্ক, ৩০ মে: পাকিস্তানে ভেঙে পড়া বিমানের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৩ কোটি টাকা । যা দেখে স্বাভাবিকভাবে চক্ষু চড়কগাছ তদন্তকারী ও উদ্ধারকারীদের। ধ্বংসস্তূপ থেকে পাওয়া দুটি ব্যাগ থেকে ওই পরিমাণ অর্থ উদ্ধার হয়েছে । ব্যাক দুটি কার তা নিয়ে তদন্ত শুরু করেছে সে দেশের প্রশাসন ।

গত শুক্রবার লাহোর থেকে করাচি যাওয়ার পথে করাচি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বসতি এলাকায় ভেঙে পড়ে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান । মোট ৯৯ জন আরোহী-সহ ভেঙে পড়েছিল বিমানটি। মৃত্যু হয় ৯৭ জনের। বরাতজোরে বেঁচে গিয়েছিলেন ২ জন ।
যাত্রীদের উদ্ধারের পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করা হয় । ধ্বংসস্তূপ থেকে মোট দু’টি ব্যাগে বিভিন্ন দেশের মুদ্রা সহ প্রায় ৩ কোটি টাকা উদ্ধার করা হয় । বিমানবন্দরের নিরাপত্তা এবং ব্যাগ স্ক্যানার ব্যবস্থা থাকা সত্ত্বেও কীভাবে ওই বিপুল পরিমাণ টাকা বিমানে আনা হয়েছিল তা বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে। গোটা বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছে প্রশাসন ।