ভুট্টা ক্ষেতে গন্ডগোল, আক্রান্ত দুই কৃষক

মালদা, ২৮ ফেব্রুয়ারি: এবার মালদার মানিকচকে ভুট্টার গাছ নষ্ট করার প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হল দুই কৃষক। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উওেজনার সৃষ্টি হয় মানিকচকের চৌকি মিরদাদপুর গ্রাম পঞ্চায়েতের কালিন্দ্রী রাজনগর এলাকায়।
জখম অবস্থায় দুই কৃষক চিকিৎসাধীন মানিকচক গ্রামীন হাসপাতালে। ওই এলাকায় ভুট্টার জমি রয়েছে স্থানীয় কৃষক ফিরন তাঁতি ও দিলীপ তাঁতির। ফিরেন তাঁতি জমিতে কাজ করতে গিয়ে দেখেন তার ভুট্টার জমিতে বেশ কিছু যুবক ভুট্টার গাছ নষ্ট করছে।
এরই প্রতিবাদ করেন ফিরেন তাঁতি । সেখানে গেলে কিছু যুবক পালিয়ে যায় এবং একজনকে ধরতে সক্ষম হলে।পরবর্তীতে বাকি যুবকেরা দলবল মিলে লাঠি ও ধারালো হাসুয়া নিয়ে দুই কৃষকের উপর চড়াও হয়। দুজনকে সেখাতেই বেধরকভাবে মারধর করে বলে অভিযোগ।কোনক্রমে সেখান থেকে প্রানে বেঁচে পালায় দুই কৃষক। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন মানিকচক গ্রামীন হাসপাতালে। এই ঘটনার বিবরন দিয়ে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।