Home বিদেশ-প্রবাস ভুটানে মিলেছে করোনার উপসর্গ, সিকিমে বিদেশি পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা

ভুটানে মিলেছে করোনার উপসর্গ, সিকিমে বিদেশি পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা

এইচ.এন. ডেস্ক, ৬ মার্চ: ভারতে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ । যদিও এখনও কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। প্রতিবেশী রাষ্ট্র ভুটানেও করোনার উপসর্গের খোঁজ পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই করোনার উপসর্গ নিয়ে ৬ পর্যটক থিম্পুর হাসপাতালে ভর্তি রয়েছেন। তাই সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে সিকিম সরকার। বিদেশি পর্যটকদের সিকিমের ঢুকতে নিষেধ করা হয়েছে। বিজ্ঞপ্তি জারির কয়েক ঘণ্টার মধ্যেই ৩৬ বিদেশি পর্যটককে ফিরিয়ে দিয়েছে সিকিম প্রশাসন। সতর্ক দৃষ্টি রাখছে দার্জিলিংয়ের প্রশাসন। ডুয়ার্সে ঘুরতে আসা বিদেশি পর্যটকদের উপরও নজর রাখা হচ্ছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনের আধিকারিকদের নিয়ে করোনা ভাইরাসের বিষয় নিয়ে বৈঠক করেছেন। প্রাণঘাতী এই ভাইরাস থেকে বাঁচতে চেষ্টার কোনও কসুর করছে না কেন্দ্র সরকার। এমন পরিস্থিতিতে দেশের অন্যতম সেরা পর্যটনকেন্দ্র- সিকিমে বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ করল সিকিম প্রশাসন।
সিকিমের পর্যটন দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনের জন্য তারা বিদেশি নাগরিকদের ‘ইনার লাইন পারমিট’ দেবে না। করোনা ভাইরাসের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সীমান্তবর্তী ছোট্ট রাজ্য হওয়ার ফলে বিদেশি নাগরিকদের সিকিম ভ্রমণের ক্ষেত্রে এই পারমিট নেওয়া বাধ্যতামূলক। করোনা ভাইরাসের কথা মাথায় রেখে ৫ মার্চ থেকে কোনো বিদেশ পর্যটককে ইনার লাইন পারমিট দেওয়া হবে না। অন্যদিকে, ভারতে করোনাভাইরাস নিয়ে গুজব না ছড়ানো এবং আতঙ্কিত না হওয়ার জন্য আহ্বান করেছে প্রশাসন।