জলপাইগুড়ি, ১৯ মে: লকডাউনের জেরে ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিকদের ফিরিয়ে আনার দাবিতে নাগরাকাটা বিডিও অফিসে ধর্নায় আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বারলা । এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ওই শ্রমিকদের ফিরিয়ে আনার দাবিতে তিনি ধর্নায় বসেন বলে সাংসদ জানিয়েছেন ।
আলিপুরদুয়ারের সাংসদ জন বারলাকে ৩৮ দিন থেকে ডুয়ার্সের লক্ষ্মীপাড়া চা বাগানে নিজের বাড়িতে নজরবন্দি করে রেখেছে পুলিশ। গত ৮ মে তিনি একবার বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করলেও পুলিশের বাধায় বের হতে পারেননি । মঙ্গলবার তিনি কোনরকমে বেরিয়ে এসে কয়েকজন কর্মীকে নিয়ে নাগরাকাটা বিডিও অফিসে ধর্নায় বসেন । সাংসদ বলেন, আমাকে অন্যায় ভাবে ৩৮ দিন ধরে নজরবন্দি করে রেখেছে । এদিকে পশ্চিমবঙ্গের প্রায় ২৫ লক্ষ শ্রমিক বিভিন্ন রাজ্যে শ্রমিকের কাজে গিয়ে আটকে পড়েছে । তারা চরম অসহায় মধ্যে সেখানে রয়েছে । অনেকে আমাকে বাড়ি ফেরানোর অনুরোধ জানিয়ে বারবার ফোন করছে । ওই শ্রমিকদের নিজের বাড়িতে ফিরিয়ে আনতে অন্তত ১০০০ ট্রেনের প্রয়োজন প্রতিদিন ১০০ ট্রেন চালানোর দরকার । কিন্তু এ রাজ্যের সরকার শ্রমিকদের ফিরিয়ে আনতে তেমন উদ্যোগ নিচ্ছে না । অল্প কয়েকটি ট্রেনের ব্যবস্থা করে দায়সারা ভাবে দায়িত্ব সামলানোর চেষ্টা করছে । তিনি বলেন, আমি গত ৩ মে ও ৫ মে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এ বিষয়ে চিঠি দিয়েছি । কিন্তু তার কোনো উত্তর আসেনি । তাই বাধ্য হয়ে ধর্নায় বসতে হয়েছে । আমার দাবি না মানা হলে লাগাতার আন্দোলন চলবে ।