Home Top News ভারত বাংলাদেশ সীমান্তে রহস্যজনক আগুন

ভারত বাংলাদেশ সীমান্তে রহস্যজনক আগুন

মালদা, ৭ মার্চ: ভারত বাংলাদেশ সীমান্তে ভয়াবহ আগুন।হবিপুর থানার অনুরাধা পুর এলাকায় তাঁরকাটার ওপারে প্রান্তে হিজল ফরেস্টে ভয়াবহ আগুন। আগুনের সূত্রপাত্র এখনো জানা যায়নি। অনুরাধাপুর ক্যাম্পের ৪৪ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা ডিউটি করার সময় তাঁরকাটার ওই পারে আগুন দেখতে পান।
ডিউটিতে থাকা জওয়ানেরা ক্যাম্পে জানালে, ক্যাম্পে থাকা বি এস এফ এ জোওয়ানেরা তড়িঘড়ি আগুন নেভানোর চেষ্টা করেন। কোম্পানি কমান্ডার হবিবপুর ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসনকে জানালে ছুটে আছে। হবিবপুর থানার পুলিশ ও হবিবপুর ব্লকের বিডিও,। খবর দেওয়া হয় দমকলের দমকলের প্রথমে দুটি ইঞ্জিন আসলেও আগুন নিয়ন্ত্রণ না আসায় পরে বুনিয়াদপুর থেকে আরেকটি দমকলের ইঞ্জিন ডাকা হয় ।
অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। হবিবপুর ব্লক প্রশাসন ও দমকলের আধিকারিক তরফে জানা গিয়েছে, হবিবপুর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতে অবস্থিত এই হিজল বন। একেবারে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী সিঙ্গাবাদ ও তিলাসন গ্রামের মাঝে অবস্থিত এই হিজল বন । তারকাঁটা ওই পারে আগুন লাগে কিভাবে লাগলো তা এখনো সঠিক কিছুই জানা যাচ্ছে না ।
সেভাবে বড়সড়ো ক্ষতি হয়নি তবে প্রায় ৫০ থেকে ৬০ একর এলাকা জুড়ে আগুন লাগে সে ভাবে বড় গাছে ক্ষতি না হলেও এলাকার বড় বড় ঘাস পুড়ে গিয়েছে সন্ধ্যে পর্যন্ত আগুন নেভানোর কাজ চলে, বড়সড় দুর্ঘটনার না হলেও গাছের অনেক ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ রহস্য।