Home Top News ভারতে এসে বাংলাদেশি পর্যটকের মৃত্যু, সিকিমে ঘুরতে যান তিনি

ভারতে এসে বাংলাদেশি পর্যটকের মৃত্যু, সিকিমে ঘুরতে যান তিনি

সিকিম, ২১ ফেব্রুয়ারি: বেড়াতে এসে মৃত্যু হল এক বাংলাদেশি পর্যটকের। ভারতের সিকিমের একটি হোটেলে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার হয়। বিছানায় পড়েছিল সে। আঘাতের চিন্হ নেই। তাই মৃত্য নিয়ে রহস্য দেখা দিয়েছে। শনিবার রাতে হাই অ্যালটিটিউড এলাকায় ১৯ বছর বয়সী ওই বাংলাদেশি পর্যটকের মৃত্যু হয়।
উত্তর সিকিমের লাচুং এ বেলা ১ টার দিকে জরুরি হেল্পলাইন নম্বর ১১২ এ একটি দুর্দশাজনিত কল আসে। যাতে জানানো হয় যে একজন পুরুষ পর্যটক, মোঃ রাশেদুর রহমান। যার ঠিকানা গাইবান্ধা। বাংলাদেশের বাসিন্দা। লাচুংয়ের একটি স্থানীয় হোটেলে অবস্থান করা অবস্থায় গুরুতর অসুস্থ। এবং তার চিকিৎসা সহায়তা প্রয়োজন।  খবর পেয়ে কনস্টেবল মণি কে.আর রসাইলি ও তার দল হোটেলে পৌঁছে দেখতে পান পর্যটক তার বিছানায় অজ্ঞান হয়ে পড়ে আছেন। ওই পর্যটককে তাৎক্ষণিকভাবে চুংথাং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত মেডিকেল অফিসার তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, শরীরের শারীরিক পরীক্ষায় বাহ্যিক আঘাতের কোনো দৃশ্যমান চিহ্ন পাওয়া যায়নি। দেহটি ময়নাতদন্তের জন্য গ্যাংটকের এসটিএনএম হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর দেওয়া হয়েছে প্রশাসনিক পর্যায়। যাতে ওই পর্যটকের বাড়ির লোকজন জানতে পারেন। আর দেহ নিজের দেশে নিয়ে যেতে পারেন।

©গিরিশ মজুমদার