ওড়িশা, ৯ মার্চ: সোনার সন্ধান পাওয়া গেল। তাও আবার খনিতে। ভারতের ওডিশা রাজ্যের তিন জেলায় পৃথক ৯ স্থানে স্বর্ণখনির সন্ধান পাওয়া গেছে। দেওগড়, কেওনঝাড় ও ময়ূরভঞ্জ জেলায় এই সোনার খনির কথা জানাজানি হওয়াতে শোরগোল পড়ে গেছে। সেইসঙ্গে আশাও জাগছে।
গত ২৭ ফেব্রুয়ারি রাজ্য সরকারের এক ঘোষণায় এসব তথ্য জানানো হয়। একাধিক স্বর্ণখনি পাওয়ার এ ঘোষণা ওইসব জেলার বাসিন্দাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
বিষয়টি নিয়ে জানতে বিধানসভায় লিখিত প্রশ্ন করেন বিধায়ক সুধীর কুমার। তাঁর প্রশ্নের জবাবে রাজ্যের ইস্পাত ও খনিবিষয়ক মন্ত্রী প্রফুল্ল মল্লিক বলেন, ভারতের খনি ও ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের (জিএসআই) গবেষণায় দেওগড়, কেওনঝাড় ও ময়ূরভঞ্জ জেলায় স্বর্ণখনি পাওয়া গেছে।
প্রফুল্ল মল্লিক জানান, ওই গবেষণায় কেওনঝাড়ের দিমিরিমুন্ডা, কুশকলা, গোটিপুর ও গোপুর এলাকা, ময়ূরভঞ্জের জোশীপুর, সুরিয়াগুদা, রুয়ানশিলা ও ধুশুড়া হিল এবং দেওগড়ের আদাস এলাকায় স্বর্ণখনি পাওয়া যায়। তিনি বলেন, এ আবিষ্কার ওডিশার জনমনে নতুন আশার সঞ্চার করেছে।
এর আগে গত শতকের আশির দশকে কেওনঝাড়ে স্বর্ণখনির সন্ধানে প্রথম জরিপ চালায় ভারতের ভূ–তাত্ত্বিক জরিপ সংস্থা। সেবার জরিপ চালানো হয় জেলার তিন গ্রামে। ওই জরিপের ফলাফল কী ছিল সে সম্পর্কে আর কিছু জানানো হয়নি।
এরপর ২০২১ ও ২০২২ সালে কেওনঝাড়ের এসব এলাকায় আরও একটি জরিপ ও গবেষণা চালানো হয়। এ জরিপ চালানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় সবচেয়ে আধুনিক প্রযুক্তি। গত দুবছরে চালানো এ জরিপ নিয়েও খনি ও ভূ–তাত্ত্বিক জরিপ অধিদপ্তর নিশ্চুপ ছিল। অবশেষে ঘোষণা এল, সেখানে স্বর্ণখনি। ভারতে এভাবে সোনার খনি মেলায় এবার রীতিমতো গবেষণা এবং তা উত্তোলনের জন্য প্রক্রিয়া খুজার চেষ্টা চলছে। এই সোনা উত্তোলন হলে দেশে সোনার দাম কমতে পারে বলে সাধারণ মানুষ আশা ব্যাক্ত করেন।
ছবি প্রতীকী