জলপাইগুড়ি, ২২ জুলাই: জাল টাকা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় মেটেলি থানার পুলিশ চালসা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে। ধৃতের কাছ থেকে ১৬ হাজার টাকার জাল নোট উদ্ধার করে পুলিশ। ধৃতের নাম নাজিমুদ্দিন আহমেদ (৪৫), তার বাড়ি জলপাইগুড়ি জেলার মাল ব্লকের হায়হায় পাথার এলাকায়। শুক্রবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রের খবর, ধৃতের কাছ থেকে ২ হাজার টাকার ৮ টি জাল নোট পাওয়া গিয়েছে। জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান, ওই ব্যক্তির কাছ থেকে ১৬ হাজার টাকার জাল নোট বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে মামলা রুজু করে ঘটনার তদন্ত করা হচ্ছে।