Home Top News ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত ৬, আহত ১২

ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত ৬, আহত ১২

মুর্শিদাবাদ, ৩০ নভেম্বর: শনিবার ভোরে ফারাক্কায় বাস ও ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে ৬ জনের। জখম হয়েছে ১২ জন। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 
জানা গিয়েছে, এদিন শিলিগুড়ির দিক থেকে বহরমপুরের দিকে আসছিল যাত্রী বোঝাই বেসরকারি বাসটি। অন্যদিকে কলকাতা থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল তেলের ট্যাংকারটি। ভোরের দিকে যাত্রীরা অধিকাংশই ঘুমে আচ্ছন্ন ছিলেন। মুর্শিদাবাদের ফারাক্কার খয়রাকান্দি ৩৪ নম্বর জাতীয় সড়কে ওই দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। হঠাৎ দুর্ঘটনায় সকলে হতচকিত হয়ে পড়েন। কান্না ও চিৎকারে ভারি হয়ে ওঠে পরিবেশ। বাসের ভেতর থেকে বাঁচাও বাঁচাও চিৎকার ভেসে আসতে থাকে। দুর্ঘটনার পর উদ্ধারে নেমে পড়েন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফারাক্কা থানার পুলিশ। এই দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু এবং ১২ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। তবে সূত্রের মতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।