মালদা, ২৭ নভেম্বর: মালদার ইংরেজবাজার পুরসবার উত্তর বালুচর বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেল প্রায় কুড়িটি বাড়ি। আগুনে পুড়ে মৃত্যু হয়েছে এক মহিলার।মৃতের নাম শেফালি বড়ুয়া(৫৫)। ঘটনাটি ঘটেছে বুধবার ভোররাতে। বস্তিটি ঘিঞ্জি হওয়ায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন আয়ত্তে আনে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় কাউন্সিলার প্রসেনজিৎ দাস। তিনি বলেন, অগ্নিকাণ্ডে প্রায় ২০ থেকে ২৫ টি বাড়ি পুড়ে গিয়েছে। পরিবারগুলির ঘরের জিনিস কিছুই বের করতে পারেনি। তাদেরকে আপাতত থাকার জন্য ত্রাণ শিবির এর ব্যবস্থা করা হয়েছে। তবে কিভাবে আগুন লাগলো তার তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল।