ব্যাগ ঘিরে বোমাতঙ্ক শিলিগুড়িতে

শিলিগুড়ি, ১৩ মার্চ: বাড়ির সিড়িতে সন্দেহজনক একটি ব্যাগ দীর্ঘক্ষণ পড়ে থাকায় হুলুস্থুল কান্ড শিলিগুড়ির ১৫ নম্বর ওয়ার্ডে। ওই বাড়ির সবাই ঘর ছেড়ে বেড়িয়ে পড়েন বাইরে। কয়েকঘন্টা তারা কাটালেন রাস্তায়। পরে সিআইডি’‌র বোম স্কোয়ার্ড ও পুলিশ গিয়ে ব্যাগটি উদ্ধার করে নিশ্চিত করে। তারপরই ঘরে ঢোকেন পরিবারের লোকেরা। স্বস্তি মিলে পরিজন ও পুলিশ প্রশাসনের।
জানা গিয়েছে, পুর নিগমের ১৯ নম্বর ওয়ার্ডে সুভাষপল্লী এলাকায় অলোকেশ মজুমদার নামে একজনের বাড়ির সিড়িতে সন্দেহজনক ওই ব্যাগটি পড়ে ছিল।

প্রথমে ভেবেছিলেন কেউ ব্যাগটি রেখে গেছে। কিন্তু সন্ধ্যা অবধি ব্যাগটি কেউ না নেওয়ায় এরপর বোমাতঙ্ক ছড়ায় ওই এলাকায়। নানা সন্দেহ দেখা দিতে থাকে। তাই এরপরই খবর দেওয়া হয় শিলিগুড়ি থানায়। খবর পেয়ে শিলিগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পাশাপাশি খবর দেওয়া হয় সিআইডি’‌র বোম্ব স্কোয়াডকে। বোম্ব স্কোয়াড টিম ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটিকে নিয়ে পরীক্ষা শুরু করে। প্রায় ১ ঘণ্টা ধরে তদন্ত করার পর ব্যাগটিকে খোলা হয়। ব্যাগটি খুলতেই অবাক তারা। ব্যাগ থেকে বের করে আনা হয় মশারি এবং কিছু কাপড়। এটা ঘিরেই হাসাহাসি শুরু হয় এলাকায়।

যদিও পুলিশ জানিয়েছে, তারা ঝুঁকি নেননি। পরিত্যক্ত ব্যাগ থেকে সতর্ক থাকা ভালো। এক্ষেত্রে প্রাথমিক অনুমান কোনও ব্যক্তি ব্যাগটি ভুলবশত ফেলে গিয়েছে। এদিকে এত ঘটনার পর ব্যাগের মালিকও আর ভয়ে আসেনি। সে পালিয়ে গেছে। পুলিশ মালিকের খোঁজ শুরু করেছে। ওই বাড়ির মালিক অলোকেশ মজুমদার জানান, দুপুরে ব্যাগটি নজরে আসে। সেসময় মনে হয়েছিল আশেপাশের কারও ব্যাগ হতে পারে। সন্ধ্যের পরও ব্যাগটি কেউ না নিয়ে যাওয়ায় সন্দেহ হয়। এরপরই খবর দেওয়া হয় পুলিশকে। এরপর পুলিশ প্রশাসনের এমন তৎপরতা দেখে ব্যগের মালিক ভয় পেয়ে হয়তো পালিয়ে গেছে।’‌ ‌‌