Home রাজ্য উত্তরবঙ্গ বৈদ্যুতিক শ্মশানঘাটে বৃক্ষরোপণে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়

বৈদ্যুতিক শ্মশানঘাটে বৃক্ষরোপণে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়

রাজগঞ্জ, ২৯ নভেম্বর: শুক্রবার ‘অপটোপিক’ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপন করা হল শিলিগুড়ির অদূরে ফুলবাড়ি বৈদ্যুতিক শ্মশান ঘাটে। এদিন প্রায় ৫০ টি চারা রোপণ করা হয়। সিনেমা জগতের বিশিষ্ট অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় অনুষ্ঠানে উপস্থিত থেকে বৃক্ষরোপণ করেন। তিনি বলেন, গাছ লাগিয়েই দায়িত্ব শেষ নয়, তাকে বড় করে তোলার দায়িত্ব নিতে হবে সকলকে। সন্তানের মতো লালন-পালন করে বড় করে তুলতে হবে। তবেই এই কর্মসূচি সার্থক হবে। এদিন পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেন, সাহুডাঙ্গি এলাকার এই শশান ঘাটের জন্য ৪০ লক্ষ টাকা দেনা হয়েছে। তবুও মানুষের স্বার্থে আরও উন্নয়নমূলক কাজ করা হবে। সোলালের মাধ্যমে বিদ্যুতের ব্যবস্থা, পরিস্রুত পানীয় জলের ব্যবস্থা এবং টি স্টল সহ সৌন্দর্যায়ন করা হবে। মানুষ শশান ঘাটে এসেও যাতে কিছুটা শান্তি পায় সেই উদ্দেশ্যে এই পরিকল্পনা। এদিন মন্ত্রী ও অভিনেতা ছাড়াও উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য দেবাশীষ প্রামাণিক, কাউন্সিলর রঞ্জন সরকার, এসজেডিএ এর সিইও সহ ‘অপটোপিক এর কর্ণধার দীপজ্যোতি চক্রবর্তী প্রমূখ।