Home রাজ্য উত্তরবঙ্গ বেপরোয়া গতির গাড়িকে ধরবে এই মেশিন

বেপরোয়া গতির গাড়িকে ধরবে এই মেশিন

শিলিগুড়ি, ১৭ ফেব্রুয়ারি: রাস্তায় বেপরোয়া যানবাহন বিশেষ করে বাইকের ব্যাপক দৌরাত্ম্য। এর সঙ্গে ছোট ছোট পিকআপ এবং মালবাহী গাড়িও নিয়ন্ত্রণহীন ভাবে চলাচল করে।
রাতের দিকে ডাম্পার এবং শক্তিমান চলাচল করে। প্রতিদিনই প্রায় অতি গতির কারণে দুর্ঘটনা ঘটে। সেই গাড়িগুলোকে ধরা সহজে যায় না। জানা যায় না কোন গাড়ি কত গতি ছিল। সেই সমস্ত গাড়ি ধরতে এবার রাস্তায় বসাচ্ছে স্পিডোমিটার। এবার অনিয়ন্ত্রিত গাড়ি চলাচল করলেই গুনতে হবে জরিমানা। সেইসঙ্গে আরো মামলায় জড়াতে হবে। শিলিগুড়িতে যানবাহন গতি নিয়ন্ত্রনে আনতে তাই রাস্তায় বসানো হচ্ছে স্পিডোমিটার। ইতিমধ্যে বেশ কয়েকজন জায়গায় বসানো হয়েছে এই স্পিডোমিটার। ইতিমধ্যে সেবক রোড এলাকাতে বসানো হচ্ছে। মনে করা হচ্ছে এবার অন্তত গতি নিয়ন্ত্রণ হবে। না হলে মামলা খেতে হবে। সব সময় পুলিশের পক্ষ থেকে রাস্তায় গাড়ির গতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না । সব সময় ট্রাফিক পুলিশও থাকে না। তাই রাস্তার পাশে পোলের মধ্যে স্থায়ীভাবে সেট করে দেওয়া হয়েছে স্পিডোমিটার । সমস্ত গাড়ি এই স্পিডোমিটারে নজরদারি চালাবে । তারপরে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। এক প্রকার অটোমেটিক ব্যবস্থায় নিয়ন্ত্রণ করবে যানবাহনের গতি।
রাস্তায় প্রায়ই গতির ঝড় ওঠে। একাধিক গাড়ির মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। সেই গতিরই মাসুল গুনতে হয় পথচালিতদের। এবার গতি বাড়ালেই গুনতে হবে মাসুল।