এইচ. এন. ডেস্ক, ৪ মে: নন্দীগ্রামে নিজে হেরে গেলেও মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভোটে জিততে না পারলেও তাকে দলের তরফে পরিষদীয় দলের নেত্রী নির্বাচিত করা হয়েছে। তাই তিনি হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সোমবার তিনি রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকরের কাছে বিদায়ী মুখ্যমন্ত্রী হিসাবে পদত্যাগপত্র জমা দেন। তবে প্রাথমিকভাবে কতজন মন্ত্রী শপথ নেবেন এবং কাকে কাকে মন্ত্রী করা হবে তা এখনও স্পষ্ট করেনি দল। এছাড়া উত্তরবঙ্গ থেকে কয়জনকে মন্ত্রী করা হবে দা তাও ঘোষণা হয়নি। তাই বুধবারের শপথ গ্রহণ অনুষ্ঠানের দিকে তাকিয়ে রয়েছে রাজ্যবাসী।