Home Top News বিয়ে বাড়িতে মাংস কম, পিটিয়ে মারা হল পাত্রের বাবাকে

বিয়ে বাড়িতে মাংস কম, পিটিয়ে মারা হল পাত্রের বাবাকে

ঢাকা, বাংলাদেশ, ৪ মার্চ: বিয়ে বাড়িতে মাংস নিয়ে প্রাণ গেল পাত্রের বাবার। শুক্রবার (৩ মার্চ) রাত ১টার দিকে দেশটির নীলফামারী উপজেলার জলঢাকার বগুলাগাড়ি এরশাদের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম নুরু মিয়া। তিনি রংপুরের হাজিরহাটের উত্তম বাওয়াই পাড়ার বাসিন্দা। বাংলাদেশের নীলফামারীর এই বিয়েবাড়িতে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে বরের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ এর পরপরই মেয়ের বাবা-সহ ২ জনকে আটক করেছে স্থানীয় পুলিশ।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, পারিবারিকভাবে আনারুল ইসলামের মেয়ে জান্নাতুলের সঙ্গে বিয়ে ঠিক হয় নিহত নুরু মিয়ার ছেলে জোনাব আলির। বিয়ের দিন কনে বাড়িতে ১০০ জন অতিথি আসার কথা থাকলেও প্রায় ২৫০ জন বরযাত্রী আসেন। খাওয়ার সময় মাংস কম পাওয়ায় কথা কাটাকাটির সৃষ্টি হয় দুই পক্ষের মধ্যে। এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে বরের বাবা নুরু মিয়া আহত হন।
জলঢাকা থানার ওসি ফিরোজ কবীর জানান, মারামারির ঘটনা ঘটে বিয়েবাড়িতে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। 

এ ঘটনার পর বিবাহ অনুষ্ঠান ছেড়ে পালিয়েছেন কনের পরিবারের বাকি লোকজন। বরের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।