Home Top News বিয়ের অনুষ্ঠানে মৃত্যু বরের, ডিজের শব্দে অসুস্থ

বিয়ের অনুষ্ঠানে মৃত্যু বরের, ডিজের শব্দে অসুস্থ

এইচ এন ডেস্ক:
শব্দদূষণের ফল যে কতটা ভয়াবহ হতে পারে, তা যেন আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল একটি বিয়ের ঘটনা। বিয়ের অনুষ্ঠানে মারা গেল বর। জানাগেছে, ডিজে মিউজিকের অতিরিক্ত জোরালো গানের শব্দে বিয়ের মণ্ডপে অসুস্থ হয়ে পড়ে বর। এরপর অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হল ওই বরের। গত বুধবার এমনই ভয়াবহ ঘটনা ঘটেছে বিহারের সীতামাঢ়ি জেলায়। এই ঘটনায় অভিযোগ, অতিরিক্ত জোরে বাজতে থাকা ডিজে মিউজিকের শব্দেই অসুস্থ হয়ে প্রাণ হারিয়েছেন বর। বরপক্ষের দাবি, সুরেন্দ্রর কোনও শারীরিক অসুস্থতার ইতিহাস ছিল না। ঘটনার দিনও বিয়ে করতে যাওয়ার আগে পর্যন্ত তাঁর কোনও শরীর খারাপ ছিল না।

মৃত বরের নাম সুরেন্দ্র কুমার। মালা বদলের পরেই হঠাৎ শরীর খারাপ হয়ে পড়েন ওই যুবক। বিয়ের মঞ্চেই লুটিয়ে পড়েন তিনি। এই ঘটনায় গোটা বিয়ে বাড়ি তোলপাড় পড়ে যায় আত্মীয়-পরিজনরা তাঁকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে নিয়ে যায় নিকটবর্তী হাসপাতালে। অবস্থা আশংকাজনক থাকায় সেখান থেকে তাঁকে মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। সেখানে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
বিয়ের মণ্ডপ তখন ভিড়ে ঠাসা। মঞ্চে উঠেছেন সুরেন্দ্র এবং কনে। দু’জনে প্রথামাফিক মালাবদল করেন। মঞ্চের পাশেই উচ্চস্বরে বাজছিল ডিজে। বিয়ে করতে গিয়ে সুরেন্দ্র বিরক্ত হয়েছিলেন। অতি উচ্চস্বরে বাজতে থাকা ডিজে মিউজিক নিয়ে তিনি বারবার বিরক্তি প্রকাশ করছিলেন। সেটি বন্ধ করার জন্যও অনুরোধ করতে থাকেন। কিন্তু তারপরেও নাকি সেই গান বন্ধ করা হয়নি। এরপরেই তিনি ধীরে ধীরে অসুস্থ বোধ করতে শুরু করেন