Home রাজ্য উত্তরবঙ্গ বিহারের নাবালিকা রাজগঞ্জ থেকে নিখোঁজ

বিহারের নাবালিকা রাজগঞ্জ থেকে নিখোঁজ

রাজগঞ্জ, ২৪ অক্টোবর: রাজগঞ্জের ফাটাপুকুরে মাসির বাড়ি বেড়াতে এসে নিখোঁজ বিহারের এক ১০ বছরের নাবালিকা । বৃহস্পতিবার থেকে ওই নাবালিকা নিখোঁজ । পুলিশের দ্বারস্থ হয়েছেন পরিবার ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকার বাবা – মা নেই । বিহারের কাটিহার জেলায় দাদুর বাড়িতে থাকত । দুর্গাপুজোর ষষ্ঠীর দিন রাজগঞ্জের ফাটাপুকুরে তার মাসির বাড়ি বেড়াতে আসে । মেয়েটির মাসি রাজেশ্বরী সিং বলেন, পুজোর কয়েকদিন ভাগ্নি আমার বাড়িতেই ছিল । বৃহস্পতিবার দুপুর থেকে সে নিখোঁজ হয়ে যায় । প্রতিবেশী ও আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি । রাজগঞ্জ থানার আইসি পংকজ সরকার জানান, বিহারের এক নাবালিকা ফাটাপুকুরে তার মাসির বাড়ি বেড়াতে এসে নিখোঁজ হয়ে যায় । ঘটনার তদন্ত করা হচ্ছে ।