Home রাজ্য উত্তরবঙ্গ বিস্কুটের আকারে বানিয়ে নিয়েছিল ৪৯ লক্ষ টাকার সোনা

বিস্কুটের আকারে বানিয়ে নিয়েছিল ৪৯ লক্ষ টাকার সোনা

শিলিগুড়ি, ৭ ডিসেম্বরঃ আবারও সোনা উদ্ধার। এবার ভারত-বাংলাদেশ সীমান্তে। সোনা পাচারের ঘটনা। ১১টি সোনার বিস্কুট সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল বিএসএফ। ১৯৯ নম্বর ব্যাটালিয়ানের জওয়ানরা এই অভিযান চালায়। ধরা পড়ে একজন। ধৃতের নাম সহিদুল মন্ডল।দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা। অভিযোগ, ওই ব্যক্তি সোনার বিস্কুটগুলি বাংলাদেশ থেকে ভারতে পাচার করছিল। বিএসএফের পক্ষ থেকে শনিবার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এই সোনার বিস্কুট সহ সহিদুলকে ব্যক্তিকে আটক ও পরে গ্রেপ্তার করব। জানাগেছে, সোনার বিস্কুট ছাড়াও তাঁর কাছ থেকে ৩৭৫০টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এবার উদ্ধার হওয়া সোনার বিস্কুটের বাজারমূল্য ৪৯ লক্ষ ৫ হাজার ৮৩৪ টাকা।