Home রাজ্য উত্তরবঙ্গ বিয়ে বাড়ি থেকে নিখোঁজের পর কুয়ো থেকে পঞ্চায়েত সদস্যর মৃতদেহ উদ্ধার

বিয়ে বাড়ি থেকে নিখোঁজের পর কুয়ো থেকে পঞ্চায়েত সদস্যর মৃতদেহ উদ্ধার

মেটেলি, ২৬ ফেব্রুয়ারি: তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য তিনদিন নিখোঁজ থাকার পর কুয়ো থেকে তার দেহ উদ্ধার হয়। রবিবার জলপাইগুড়ি জেলার মালবাজার ব্লকের মেটেলি বাজারে ওই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুদ্ধ বাসিন্দারা মেটেলি থানার সামনে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। উত্তেজিত জনতা দোষীদের কঠোর শাস্তির দাবি তোলেন। পরিস্থিতি সামাল দিতে অবরোধস্থলে পৌঁছোয় মাল এসডিপিও রবিন থাপার নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী। আসেন অতিরিক্ত পুলিশ সুপার ( গ্রামীণ ) ওয়াংদেন ভুটিয়া। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।
গত বৃহস্পতিবার ওই এলাকার এক বিয়েবাড়িতে গিয়ে নিখোঁজ হয়ে যান নাগেশ্বরী চা বাগানের তৃণমূলের পঞ্চায়েত সদস্য জগতপাল বড়াইক। অভিযোগের ভিত্তিতে শনিবার তৃণমূলের মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সদস্য সুভাষ বড়াইক সহ দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। আজ আরও তিনজনকে আটক করে।
আজ সকালে নাগেশ্বরী চা বাগানের রোটিখানা লাইনের একটি কুয়ো থেকে তাঁর দেহ উদ্ধার হয়। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠিয়েছে।
ঘটনার খবর পেয়ে থানায় আসেন বিধায়ক পুনা ভেংরা, তৃণমূলের মেটেলি ব্লক সভাপতি জোসেফ মুন্ডা, মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি বিক্রম রুনডা। তৃণমূলের ব্লক সভাপতি জোসেফ মুন্ডা ঘটনার তদন্ত করে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।