জলপাইগুড়ি, ১২ মার্চ: পাত্র চাকরি করেন। কনে পক্ষ চাকরি করা পাত্রের সঙ্গে বিয়ের ব্যবস্থা করেন। স্বাভাবিকভাবেই উভয়পক্ষ মনের খুশিতে ধুমধাম করে বিয়ের আয়োজন করেন। কিন্তু বিয়ের পরের দিনেই যে বরের চাকরি চলে যাওয়ার খবর আসবে তা কেউ হয়তো কল্পনা করতে পারেনি। এমনই এক ঘটনা ঘটেছে জলপাইগুড়ি জেলার ক্রান্তির ব্লকের ঘটনা।
নিয়োগ দুর্নীতিতে স্কুলে গ্রুপ সি পদে কর্মরত ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপর স্কুল সার্ভিস কমিশনের তরফে চাকরিচ্যুত কর্মীদের তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকায় নাম রয়েছে ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা পেন্দা মহম্মদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষাকর্মী প্রণব রায়। তাঁর বাড়ি চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের গোলাবাড়ি বাজারে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার বিয়ে করেন প্রণব রায়। শুক্রবার নববধূকে বাড়ি নিয়ে আসেন। রবিবার বৌভাতের আয়োজন করা হয়। কিন্তু তার আগেই ছন্দপতন। জানতে পারেন তাঁর আর চাকরি নেই। খবর জানাজানি হতেই, মুহূর্তের মধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে নবদম্পতির বিয়ের ছবি।