Home Uncategorized বিমান যাত্রীর ব্যাগ থেকে প্রায় ৯ লক্ষ টাকা গায়েব

বিমান যাত্রীর ব্যাগ থেকে প্রায় ৯ লক্ষ টাকা গায়েব

এইচ.এন.ডেস্ক: বিমান যাত্রীর ব্যাগ থেকে প্রায় ৯ লক্ষ টাকা উধাও। ওই যাত্রী বিমানে ওঠার পর বিষয়টি বুঝতে পারেন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুম্বাই বিমানবন্দরে। বিমানবন্দরের কর্মীরা ওই টাকা গায়েব করেছে বলে অভিযোগ। বিমানবন্দরের কর্তৃপক্ষ ও পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন ওই যাত্রী।
জানা গিয়েছে, গত ২১ মার্চ ছেলেকে নিয়ে দুবাই যাচ্ছিলেন মুম্বইয়ের ওরলির বাসিন্দা অমরদীপ কাপুর সিংহ (৫৮)। রাত ১১টা নাগাদ তিনি বিমানে ওঠেন। তাঁর ব্যাগে সংযুক্ত আরব আমিরশাহির ৪০০ মুদ্রা রাখা ছিল। ভারতীয় মুদ্রায় তা ৮ লক্ষ ৮০ হাজার টাকা। অভিযোগ, বিমানবন্দরে স্ক্যান করার সময় ব্যাগে টাকা আছে দেখতে পান নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা। পরে সেই ব্যাগ খুলেই টাকা লোপাট করা হয় বলে অভিযোগ। তিনি দুবাই থেকে ফিরে বিমানবন্দরে গিয়ে অভিযোগ জানান। পাশাপাশি থানায় অভিযোগ দায়ের করেন। বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।