Home দেশ বিমানে সোনা পাচারের অভিযোগে গ্রেপ্তার এক বিমান কর্মী

বিমানে সোনা পাচারের অভিযোগে গ্রেপ্তার এক বিমান কর্মী

বিমানে সোনা পাচারের অভিযোগে গ্রেপ্তার এক বিমান কর্মী

এইচ.এন.ডেস্ক: ৯ মার্চ:  বিমানের যাত্রী নয়, সোনা পাচার করতে গিয়ে ধরা পড়লেন এক বিমান কর্মী। বুধবার এয়ার ইন্ডিয়ার এক বিমান কর্মী বিদেশে সোনা পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে বলে অভিযোগ। তিনি কোচি থেকে বাহরাইন যাওয়ার বিমানের নিয়মিত কর্মী। দীর্ঘদিন থেকে এয়ার ইন্ডিয়ার কেবিন ক্রু হিসাবে কাজ করছেন।
বাহরাইন থেকে কোঝিকোড়ে হয়ে কোচিতে ফেরার বিমানে ফিরেছিলেন তিনি।  অভিযুক্ত (Air India)  ওই বিমান কর্মীর নাম সাফি। কেরলের ওয়েনাড়ের বাসিন্দা।  তাঁকে গ্রেপ্তার করার পরতল্লাশি চালিয়ে তাঁর পোশাকের শার্টের নীচে কবজির উপরে ওই সোনা গোল করে মুড়ে রেখেছিলেন। তিনি হয়তো ভেবেছিলেন এভাবেই গ্রিন চ্যানেল পেরিয়ে যাবেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে কোচি বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়।