পূর্ব মেদিনীপুর, ৫ জুন: বিশ্ব পরিবেশ দিবসে বিনে পয়সায় ক্যান্টিন চালু করল পূর্ব মেদিনীপুরের পঁচেট জুয়েল স্টার ক্লাব। বছরভর মিলবে খাবার ও পানীয জল। ২৪ ঘন্টাই চালু থাকবে।এখানে দিনরাত খেলেও দিতে হবে না কোনও টাকা। এখানে মিলবে ভাত, মুড়ি, গম, কলা, আঙুর, শসা, কাঁচা ছোলা, ভুট্টা ও বাদাম এবং অবশ্যই পানীয় জল। এতক্ষণে হয়তো আপনি মনে মনে সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন ওই ক্যান্টিনে একবার যাবেন। তবে ওই ক্যান্টিনে মানুষের জন্য কোনও খাবার মিলবে না। মানুষের প্রবেশও নিষিদ্ধ। কী শুনতে অবাক লাগছে? আসলে এই ক্যান্টিন পশুপাখিদের জন্য।
বর্তমান সময়ে সারা পৃথিবী জুড়ে কমছে পশুপাখিদের খাবার ও আশ্রয়স্থল। তাই মাঝে মাঝেই তারা খাবারের খোঁজে লোকালয়ে চলে আসছে । আবার তীব্র গরমে শুকিয়ে যাচ্ছে খাল-বিল নদী-নালা। গরমের দাবদহে মানুষের পাশাপাশি বেহাল অবস্থা পশু-পাখিদেরও। তাই বছরভর পশুপাখিদের জন্য পানীয় জল ও খাওয়ারের ব্যবস্থা করল পূর্ব মেদিনীপুরের পটাশপুর দু’ নম্বর ব্লকের পঁচেট জুয়েল স্টার ক্লাব। নাম দেওয়া হয়েছে ‘বিনে পয়সার ক্যান্টিন’। এই ক্যান্টিষ চালু হওয়ায় স্বভাবতই মুখে হাসি ফুটেছে এলাকার পশুপ্রেমীদের মনে। ‘খাবার পরিবেশন করা হচ্ছে রাস্তার ধারে ইট-সিমেন্টের বাঁধানো বড়ো পাত্রে। অবলারা যখন ইচ্ছে তখন এসে মনে ভরে খেতে পারবে।
এমন অভিনব উদ্যোগে খুশি স্থানীয়রা। তারা বলেন,পঁচেট জুয়েল স্টার ক্লাব সারা বছরই নানান সমাজসেবামূলক কাজ করে। কখনও পাখিদের আশ্রয়ের জন্য কৃত্রিম বাসা তৈরি করে তো কখনও এলাকার দুঃস্থদের বস্ত্র বিতরণ, কখ ঝড়-বন্যার কবলে পড়া মানুষদের ত্রান বিতরন। ক্লাবের ওই উদ্যোগে পাশে থাকার বার্তা দিয়েছেন এলাকার পরিবেশ প্রেমীরা।
ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন, অবলা জীবেরা যাতে অনাহারে না থাকে তাই তাদের এই উদ্যোগ। তাই স্থানীয়দের কাছে আবেদন প্রত্যেকে যেন তাদের বাড়ির অবশিষ্ট খাবার ফেলে না দিয়ে বিনে পয়সার ক্যান্টিনে দিয়ে যায়।