Home রাজ্য বিধায়কের গাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার

বিধায়কের গাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার

কলকাতা, ৩১ জুলাই: রাজ্যজুড়ে আবাল-বৃদ্ধ-বনিতার মুখে একটা কথাই ঘুরপাক খাচ্ছে তা হল পার্থ-অর্পিতার কান্ড। ওই ঘটনার মূলে রয়েছে কোটি কোটি টাকা উদ্ধার। এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের আধিকারিকরা এর শেকড় খুঁজতে আদা জল খেয়ে ময়দানে নেমে পড়েছেন। এরই মাঝে গাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ টাকা। তবে এই ঘটনায় নাম জড়িয়েছে ঝাড়খণ্ডের তিনজন কংগ্রেস বিধায়কের।
সূত্র মারফত পুলিশের কাছে আগেই খবর ছিল এরাজ্য থেকে টাকা পাচার হচ্ছে।  সেই খবর পেয়ে মুম্বই রোডে ওত পেতে ছিল পুলিশ। হাওড়া জেলার পাঁচলা থানার অন্তর্গত রানিহাটি মোড় থেকে উদ্ধার হয়েছে ওই টাকা। মুম্বই রোডের রানিহাটি মোড়ে এমএলএ স্টিকার লাগানো একটি ফরচুনার গাড়ি আটক করে পুলিশ। কালো রঙের ওই গাড়িতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বান্ডিল বান্ডিল টাকা। এর পরই গাড়িটি আটক করে পাঁচলা থানায় নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, ওই গাড়িটি ঝাড়খণ্ডের কংগ্রেসের বিধায়কের। গাড়িতে ছিলেন ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ক – রাজেশ কশ্যপ, নমন বিকশাল কোঙ্গারি এবং ইরফান আনসারি। বিধায়কদের আটক করে পাঁচলা‌ থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোথা থেকে এই টাকা এল? এবং কোথায় এই টাকা যাচ্ছিল? কেনই বা যাচ্ছিল? সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ।