Home রাজ্য উত্তরবঙ্গ বিদ্যালয় পরিদর্শককে স্মারকলিপি দিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি

বিদ্যালয় পরিদর্শককে স্মারকলিপি দিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি

রাজগঞ্জ, ৫ মার্চঃ রাজগঞ্জ পশ্চিম সার্কেলের পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে বিভিন্ন দাবিতে অবর বিদ্যালয় পরিদর্শকের কাছে স্মারকলিপি দেওয়া হয় ।  স্মারকলিপিতে জানানো হয়, অবর বিদ্যালয় পরিদর্শকের অফিসে যাদেরকে স্কুল থেকে অফিসের কাজে নেওয়া হবে তাঁদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার সহ প্রাপ্য পাওনা দিতে হবে । উপযুক্ত ছুটি না নিয়ে দীর্ঘদিন স্কুলে অনুপস্থিত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে । বনধের দিন অনুপস্থিত থাকা শিক্ষকদের বেতন কাটার ব্যাপারে সরকারি নির্দেশ থাকা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন ? অবর বিদ্যালয় পরিদর্শকের অফিসে শিক্ষকদের পরিসেবা দেওয়ার ক্ষেত্রে অফিস কর্মচারিরা হয়রানি করছে। শিক্ষকদের অফিসিয়াল কাজের সুযোগ দেওয়ার ক্ষেত্রে আর্থিক দুর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে। অফিস মিটিংয়ে গৃহিত সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে না কেন ? পড়ুয়াদের স্কুলের পোশাকের অর্থ সঠিক সময়ে বরাদ্দ করতে হবে । ২০১৪ ও ২০১৭ নিয়োগ করা শিক্ষকদের ‘এ’ ক্যাটেগরি করতে হবে এবং ১৮ বছর চাকরি করার পরও যাদের এরিয়ার বকেয়া রয়েছে, তা অবিলম্বে দিতে হবে । ২০১৭ সালে নিয়োগ করা শিক্ষকদের কনফার্মেশন লেটার এখনও দেওয়া হয়নি । পঠন-পাঠনের উন্নতির স্বার্থে আধিকারিকদের নিয়মিত স্কুল পরিদর্শনের দাবি করা হয় এদিনের স্মারকলিপিতে । উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজগঞ্জ পশ্চিম সার্কেলের সভাপতি বাপী চন্দ, সংগঠনের জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য কিশোর মণ্ডল সহ সংগঠনের অন্যান্য নেতৃত্বরা ।