বিজেপি ৩৫ টি আসলে জিতলেই তৃণমূলের সরকার পড়ে যাবে: অমিত শাহ

এইচ.এন.ডেস্ক, ১৪ এপ্রিল: শুক্রবার পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সিউড়িতে জনসভা করেন দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। ওই সভায় বিজেপি নেতা অমিত শাহ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রশংসা করেন। দিদির দাদাগিরির সঙ্গে লড়াই করছে শুভেন্দু। তার বক্তব্য, দিদি-ভাইপোর সরকারকে বাংলা থেকে হঠাতে পারবে একমাত্র বিজেপি। তাই বাংলা থেকে বিজেপিকে লোকসভা নির্বাচনে ৩৫ আসনে জেতান। তাহলেই ২০২৫ সালের আগেই বাংলায় দিদির সরকার পড়ে যাবে।
এদিন তিনি রিষড়া ও হাওড়ায় রামনবমী ঘিরে অশান্তির প্রসঙ্গত  তোলেন। সেইসঙ্গে কেন্দ্রের বিজেপি সরকার এই প্রথম আদিবাসী সম্প্রদায়ের দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করে নজির গড়েছেন বলে তার বক্তব্য।