Home রাজ্য উত্তরবঙ্গ বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার ত্রাণ বিলি করতে পারবে

বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার ত্রাণ বিলি করতে পারবে

এইচ.এন.ডেস্ক, ২ জুন: লকডাউনের মধ্যে অসহায়দের ত্রাণ দিতে গিয়ে বাধার মুখে পড়েছে বিজেপির নেতৃত্ব থেকে শুরু করে সাংসদরাও। লকডাউন ভঙ্গ করা হচ্ছে বলে বাড়িতে নজর বন্দি করে রাখা হয়েছে আলিপুরদুয়ারের সাংসদ জন বারলা এবং জলপাইগুড়ির সাংসদ ডা: জয়ন্ত রায়কে। একই ভাবে বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারকে আটকে দেওয়া হয় । এ ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করে সাংসদ সুকান্ত মজুমদার। ত্রাণ সামগ্রী বিতরণকে কেন্দ্র করে জারি হওয়া মামলায় মঙ্গলবার কলকাতা হাইকোর্ট এর বিচারপতি দেবাংশু বসাক তার রায়ে সাংসদ সুকান্ত মজুমদারকে নতুন করে ত্রাণ সামগ্রী বিতরণের অনুমতি দিয়েছেন। তবে লকডাউনের গাইডলাইন মেনে ত্রাণ সামগ্রী বণ্টনের শর্ত জুড়ে দিয়েছেন।

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল বালুরঘাটের গ্রামাঞ্চলে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে গেলে রাজ্য প্রশাসন সংসদ সুকান্ত মজুমদারকে আটকে দেওয়া হয়। একই সঙ্গে সুকান্ত মজুমদারকে হোম কোয়ারান্টিনে পাঠায় প্রশাসন।
সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন বিজেপি সাংসদ। তাঁর হয়ে মামলা লড়েন আইনজীবী শ্রী অরিজিৎ বক্সি। রাজ্য সরকারের হয়ে অ্যাডভোকেট জেনারেল শ্রী কিশোর দত্ত। এদিন সেই মামলার এই রায় দান করে কলকাতা হাইকোর্ট।