Home রাজ্য উত্তরবঙ্গ বিজেপির মন্ডল সভাপতির দায়িত্ব এই যুবককে

বিজেপির মন্ডল সভাপতির দায়িত্ব এই যুবককে

শিলিগুড়ি, ২৭ নভেম্বর: বিজেপির ফুলবাড়ি মন্ডল সভাপতির দায়িত্ব দেওয়া হলো যুবনেতা রাহুল বর্মনকে। ফুলবাড়ি ১ নম্বর অঞ্চলে রাহুল হল বিরোধী দলনেতা। এই যুবক এতদিন মণ্ডলের যুব মোর্চার সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তার কর্মকাণ্ড এবং সাংগঠনিক দিক দিয়ে বিচার করে তাকে এই দায়িত্ব দেওয়া হল। জেলা এবং রাজ্য কমিটি এই সিদ্ধান্ত নিয়েছ। মঙ্গলবারই রাহুলবাবুর কাছে ওই দায়িত্ব আসে। তাতে জেলার বিজেপির সাধারণ সম্পাদক বিষ্ণুপদ রায় রাজ্য সদস্য তথা জেলার ডিআরও নিখিল রঞ্জন দে সম্মতি দেন। ফুলবাড়ি ১ গ্রাম পঞ্চায়েত এলাকায় সাংগঠনিক কাজে খুশি দল। যুবনেতা মানুষের পাশে থেকে কাজ করছেন বলে দল থেকে জানানো হয়েছে। তারই ফলস্বরূপ এই বড় দায়িত্ব দেওয়া হল। দায়িত্ব পেয়ে খুশি রাহুলবাবু। তিনি বলেন, মানুষের সঙ্গে থেকে কাজ করেছি। এখনও মানুষের পাশে রয়েছি। মাটির সঙ্গে মিশে কাজ করতে চাই। তাই এলাকার বাসিন্দা বিশেষ করে ১০৯ দিনের কাজে যারা যুক্ত হয়েছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ।এবার দলের কাজ আমি আশাকরি এগিয়ে নিয়ে যেতে পারব। এদিকে যুব নেতাকে দায়িত্ব যুবকরা গর্বিত। বিশেষ করে যুবক কর্মীরা উৎফুল্ল। তারা বলেন, এবার এখানে দলটাকে ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং কাজেও গতি আসবে বলে জানান যুব সংগঠনের সদস্যরা।