Home রাজ্য উত্তরবঙ্গ বিজেপি’র জেলা সভাপতিদের নাম ঘোষণা

বিজেপি’র জেলা সভাপতিদের নাম ঘোষণা

শিলিগুড়ি, ৬ ডিসেম্বর:‌ জেলা সভাপতিদের নাম ঘোষণা করল বিজেপি। শুক্রবার এই ঘোষণা করা হয়। যদিও তাতে বাদ গেল উত্তর দিনাজপুর জেলা। এই জেলায় সভাপতির নাম ঘোষণা করতে পারেনি দল। রাজনৈতিক মহলের মতে, গোষ্ঠীকোন্দলের জেরেই অসমাপ্ত থাকল রাজ্য বিজেপি’‌র জেলা সভাপিতেদের নামের তালিকা। যদিও দলীয় সূত্রে খবর, এদিন নির্বাচিত তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে কিছু রদবদলও হয়েছে। নতুন সভাপতিরা সাংগঠনিক কাজকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে। দলকে শক্তিশালী করতে পারবেন।
তবে বিজেপি নেতৃত্ব যেটাই বলুক। মন্ডল কমিটি গঠন থেকেই গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে আসতে শুরু করে। জেলায় জেলায় এনিয়ে হাতাহাতি ঘেরাও পর্যন্ত হয়েছে। জেলা কমিটি গঠন নিয়েও কয়েকটি গোষ্ঠী তৈরি হয়েছে। এদিন রাজ্য বিজেপি থেকে যে তালিকা এসেছে তাতে রাজ্যের ২৩টি সাংগঠনিক জেলা সভাপতির নাম রয়েছে। এরমধ্যে উত্তরবঙ্গের ৭টি জেলা সভাপতির নাম রয়েছে। শিলিগুড়িতে ফের জেলা সভাপতির দায়িত্বে পেলেন অভিজিৎ রায়চৌধুরী। একইভাবে কোচবিহারে মালতি রাভা, আলিপুরদুয়ারে গঙ্গা প্রসাদ শর্মা, জলপাইগুড়িতে বাপি গোস্বামী, দক্ষিণ দিনাজপুরে বিনয় বর্মন, মালদায় গোবিন্দ চন্দ্র মণ্ডল। মুর্শিদাবাদে সুজিত দাস, বারাসতে শঙ্কর চট্টোপাধ্যায়, দক্ষিণ ২৪ পরগনায় (‌পূর্ব)‌ হরিকৃষ্ণ দত্ত, ডায়মন্ডহারবারে উমেশ দাস, হাওড়া টাউনে সুরজিৎ সাহা, হাওড়া গ্রামীণে শিব শঙ্কর বেজ, তমলুকে নবারুন নায়েক, কাঁথিতে অনূপ চক্রবর্তী। ঝাড়গ্রামে সুখময় শথপথি, শ্রীরামপুরে শ্যামল বসু, আরামবাগে বিমান ঘোষ, বাঁকুড়ায় বিবেকানন্দ পাত্র, পুরুলিয়ায় বিদ্যাসাগর চক্রবর্তী, বর্ধমানে সন্দীপ নন্দী, কাটোয়াতে কৃষ্ণ ঘোষ ও বীরভূমে শ্যামাপদ মণ্ডল।