বিজেপিকে সমর্থন করে প্রধান গঠন করায় তৃণমূলের পাঁচ পঞ্চায়েত বহিষ্কার

মালদা, ২৯ আগস্ট: দলীয় হুইপ অমান্য করে প্রধান গঠনে বিজেপিকে সমর্থন করায় দলের পাঁচজন পঞ্চায়েত সদস্যকে বহিস্কার করল তৃণমূল। মালদার মানিকচকের চৌকি মিরদাদপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। বহিস্কৃত হলেন উপপ্রধান সাজিদ শেখ ও চার সদস্য সাবিনা খাতুন, সামিনা খাতুন, সাদজা খাতুন ও মহম্মদ হাসানুজ্জামান।
মানিকচকের বিধায়ক তথা ব্লক তৃণমূল সভাপতি সাবিত্রী মিত্র বলেন, ওই পাঁচজন পঞ্চায়েত সদস্য দলের হুইপ অমান্য করে বিজেপিকে সমর্থন করেন । দলের সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করেছেন। তাই ওই পাঁচ জনকে বহিষ্কার করা হয়েছে। এই বহিষ্কারের সিদ্ধান্ত বিষয়টি চিঠি দিয়ে জেলা এবং রাজ্য নেতৃত্বকে জানানো হয়েছে।
উল্লেখ্য, কয়েকদিন আগে এই গ্রাম পঞ্চায়েতে প্রধান হন বিজেপির সুখানি সাহা চৌধুরী ও উপপ্রধান হন তৃণমূলের সাজিদ শেখ।