বিউটি পার্লারের যুবতী কর্মীর রহস্যজনক মৃ*তদেহ উদ্ধার

শিলিগুড়ি, ৯ নভেম্বর: শিলিগুড়ির ভানুনগর থেকে উদ্ধার বিউটি পার্লারের এক যুবতী কর্মীর রহস্যজনক মৃতদেহ। ‌ওই ঘটনায় খুনের অভিযোগ দায়ের করল পরিবার। ‌আনুমানিক ২৬ বছরের ওই যুবতীর বাড়ি জলপাইগুড়ি জেলার মালবাজার ব্লকের টটগাও এর বাসিন্দা হলেও তিনি কর্মসূত্রে শিলিগুড়ির ভানুনগরে ভাড়াবাড়িতে থাকতেন। ‌স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে একজন ওই যুবতীর খোঁজ করতে তার ভাড়া বাড়িতে আসেন। তিনি যুবতীর দেহ দেখতে পান। তৎক্ষণাৎ শিলিগুড়ির ভক্তিনগর থানায় খবর দেন। ভক্তিনগর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। পরে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। জানা গিয়েছে ওই মহিলা শিলিগুড়ির একটি শপিং মলের বিউটি পার্লারে কাজ করতেন। মাস ছয়েক ‌ধরে ভানু নগরের বাড়িতে ভাড়া থাকতেন। তবে এই মহিলা অবিবাহিত নাকি বিবাহিত সেই বিষয়ে পারাপ্রতিবেশি কিছুই জানেন না। পাশাপাশি স্থানীয়রা জানান মহিলার গলায় বেশ কিছু জায়গায় ক্ষত চিহ্ন রয়েছে। তবে কি কারনে মহিলার মৃত্যু হল তা এখনো পরিষ্কার নয়। শনিবার মৃতের পরিবারের তরফে ভক্তিনগর থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়। মৃতার প্রতিবেশী এক দাদার মতে ওই যুবতীকে খুন করা হয়েছে। পাশাপাশি এই ধরণের ঘটনার যাতে পুনরাবৃত্তি পুনরাবৃত্তি না হয় সেটিও পুলিশ প্রশাসনের কাছে নিশ্চিত করার আবেদন জানিয়েছে মৃতার পরিবার। তবে এখনও পর্যন্ত ঘটনার কিনারা করতে সক্ষম হয়নি পুলিশ। এলাকার সিসি ক্যামেরা খতিয়ে দেখার কাজ শুরু করেছে পুলিশ।