জলপাইগুড়ি, ২৭ নভেম্বর: বাসের ধাক্কায় আহত হল একটি গণ্ডার। বুধবার সকালে চালসা বানারহাট জাতীয় সড়কে মূর্তি সেতুর কাছে এই ঘটনা। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, রাস্তা পার হওয়ার সময় একটি বাসের ধাক্কায় আহত হয় একটি গণ্ডার। আহত অবস্থায় গণ্ডারটি গোরুমারার জঙ্গলে ঢুকে পড়ে। ঘটনাস্থলে রক্তের চিহ্ন দেখে গন্ডারটি আহত হয়েছে বলে অনুমান করা হচ্ছে। গণ্ডারটিকে উদ্ধারের চেষ্টা করছে বনকর্মীরা।