জলপাইগুড়ি, ২২ এপ্রিল: লকডাউন উপেক্ষা করে বালি পাচার। সেই খবর করতে যাওয়ায় সাংবাদিককে গাড়িচাপা দিয়ে মারার চেষ্টা। ঘটনায় আহত একটি বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিক রনি চৌধুরী। বুধবার জলপাইগুড়ি জেলার ধুপগুড়িতে এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গাড়ি সহ চালককে আটক করেছে পুলিশ।
বেশ কয়েক মাস থেকে ধুপগুড়ির কিছু সাংবাদিক বালি মাফিয়াদের বিরুদ্ধে খবর করছেন। তখন থেকেই ধুপগুড়ির কয়েকজন সাংবাদিক ওইসব মাফিয়াদের রোষানলে পড়েন।
লকডাউনের মাঝেও বালি মাফিয়াদের দাপট অব্যাহত রয়েছে। এদিন লকডাউনের খবর করতে রাস্তায় ছিলেন একটি টিভি চ্যানেলের সাংবাদিক রনি চৌধুরী। তখন নজরে আসে একটি পিকআপ ভ্যান বোঝাই করে বালি পাচার হচ্ছে। সেই ছবি তুলতে গেলে পিকআপ ভ্যান দিয়ে চাপা দিয়ে মারার চেষ্টা করা হয় বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে স্থানীয়রা আটক করে ফেলে গাড়ি সমেত চালককে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধুপগুড়ির পুলিশ । পিকআপ ভ্যানটি আটক এবং চালককে গ্রেপ্তার করা হয়েছে।