Home রাজ্য উত্তরবঙ্গ বারবার দুর্ঘটনা এড়াতে করা হবে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা

বারবার দুর্ঘটনা এড়াতে করা হবে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা

রাজগঞ্জ, ২ জুলাই: বারবার হচ্ছে দুর্ঘটনা। দুর্ঘটনায় মৃত্যুও হয়েছে একাধিক জনের। উপযুক্ত ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করেছিলেন। অবশেষে নড়েচড়ে বসে প্রশাসন। শুক্রবার ট্রাফিক বুথ করার জন্য ঘটনাস্থল পরিদর্শন করেন প্রশাসনের আধিকারিকরা। খুব শীঘ্রই ট্রাফিক বুথ করা হবে বলে জানা গিয়েছে।

শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে ফাটাপুকুর প্রায়শই দুর্ঘটনা হচ্ছে। রাস্তা পারাপারের ক্রসিং সমস্যা ও ট্রাফিক নিয়ন্ত্রণ না হওয়ায় দুর্ঘটনা হচ্ছে বলে অভিযোগ ওঠে।
বাসিন্দারা স্থায়ী সমাধানের দাবি তোলেন। অবশেষে এদিন ফাটাপুকুরে ট্রাফিক নিয়ন্ত্রণ বুথ করার জন্য পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা প্রদর্শন করেন। উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, বিডিও এন সি শেরপা এবং রাজগঞ্জ থানার পুলিশের আধিকারিকরা।