Home রাজ্য উত্তরবঙ্গ বাবা-মাকে দেবতা জ্ঞানে পুজো দিল খুদে পড়ুয়ারা

বাবা-মাকে দেবতা জ্ঞানে পুজো দিল খুদে পড়ুয়ারা

জলপাইগুড়ি, ২৯ ফেব্রুয়ারি: স্কুলের উদ্যোগে অন্যরকম নজির গড়লো খুদে পড়ুয়ারা। বাবা-মাকে দেবতা জ্ঞানে পুজো দিল তারা। জলপাইগুড়ি শহরের  সারদা শিশু তীর্থ স্কুলের ঘটনা। স্কুলের এই উদ্যোগ এবং কচিকাচাদের শ্রদ্ধা সহকারে বাবা মাকে পুজো দেওয়াকে সাধুবাদ জানিয়েছেন সকলে।
শনিবার সকালে খুদে পড়ুয়ারা স্কুলের পোশাক পরে স্কুলে চলে আসে। সঙ্গে আসেন তার বাবা মায়েরা। স্কুল মাঠে অভিভাবকদের জন্য নির্দিষ্ট কিছু চেয়ার পাতা ছিল আগে থেকেই। পড়ুয়ার বাবা-মায়েরা নির্দিষ্ট চেয়ারে বসে পড়েন। একদল শিশু বাবা-মায়েদের পায়ে ফুল ও চন্দন সহকারে পুজো দিয়ে সুন্দর জীবনের প্রার্থনা করে। সঙ্গে প্রসাদও ছিল। তৃতীয় ও চতুর্থ শ্রেণির খুদে পড়ুয়ার দল এভাবেই পুজো দেয় বাবা-মাকে। পুজো শেষে তারাই বাবা-মায়ের মিষ্টি মুখ করায়। এ যেন এক বিরল ঘটনা।
সন্তানকে আদরে বড় করে তুলতে চেষ্টার কোনও ত্রুটি রাখেন না প্রত্যেক বাবা মা। একাধিক ক্ষেত্রে সন্তান বড় হয়ে প্রতিষ্ঠিত হওয়ার পর বাবা-মায়ের প্রতি তাঁর কর্তব্য পালন করতে ভুলে যায়। সামাজিক এই অবক্ষয়ের নিদর্শন প্রায়ই চোখে পড়ে। এক্ষেত্রে স্কুলের এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন সকলে।