রাজগঞ্জ, ২৪ মার্চ: বিয়ে ঠিক হয়েছে বেশ কয়েক মাস আগে। কিছুদিন পর তার শ্বশুর বাড়ি যাওয়ার কথা। কিন্তু তার আগেই এক যুবতীর রহস্যজনক মৃতদেহ উদ্ধার হয়। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের সন্ন্যাসীকাঁটা গ্রাম পঞ্চায়েতের নাকুগছের ওই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মৃতের নাম নাসিমা খাতুন, বয়স ২১ বছর। ওই যুবতীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, নাকুগছের আব্দুল আজিদের মেয়ে নাসিমার বিয়ে ঠিক হওয়ায় প্রায় দশ মাস আগে মহর হয়েছে। কিছুদিন পর মুসলিম রীতি মেনে তার শ্বশুর বাড়ি যাওয়ার কথা ছিল। পরিবারের সদস্যরা বলেন, রাতে খাওয়া দাওয়া করে নাসিমা ঘরে শুয়ে ছিল। শুক্রবার সকাল থেকে রোজা শুরু যাওয়ার আগে রাত আড়াইটা নাগাদ কিছু খাওয়া-দাওয়ার জন্য বাড়ির সকলে ঘুম থেকে উঠি। তখনই দেখতে পান মেয়ে ঘরে নেই। খোঁজাখুঁজির পর বাড়ির পাশে পুকুরের কিনার থেকে মৃতদেহ উদ্ধার হয়। রাতে নাসিমাকে কেউ ফোন করে অনেকক্ষণ কথা বলে। তবে বোন যে কখন ঘর থেকে বেরিয়ে যায় তা কেউ টের পায়নি। গভীর রাতে বাড়ির পুকুরে বোনের দেহের উপরের অংশ জলে এবং নিচের অংশ ডাঙ্গায় থাকা অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়। তাই ওই মৃত্যুর কারণ নিয়ে তাদের সন্দেহ রয়েছে।
স্থানীয় পঞ্চায়েত সদস্য সৌকত আলি বলেন, পুকুর থেকে ওই মেয়েটির যে অবস্থায় মৃতদেহ উদ্ধার হয় তাতে মৃত্যু নিয়ে সন্দেহ রয়েছে। তাই পুলিশের কাছে গুরুত্ব সহকারের তন্ত্রের দাবি করা হয়।
রাজগঞ্জ থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠানোর পাশাপাশি তদন্ত শুরু করেছে।